আমাদের সমাজের খুব কম মানুষই চায় আরেকজন জিতে যাক। তারা চায় তুমি তাদের নিচে থাকো; বড়জোর তাদের সমান হও। কিন্তু তারা কখনো চাইবে না যে তুমি তাদের উপরে চলে যাও। তোমার প্রতিবেশী চাইবে তুমি হেরে যাও; তোমার সহপাঠী চাইবে তুমি হেরে যাও; এমনি তোমার খুব কাছের বন্ধুও চাইতে পারে তুমি যেন তার থেকে বড় না হও। কখনো কখনো তোমার ভিতরের একটি অদৃশ্য শক্তিও চাইবে তুমি হেরে যাও। মানুষের ভিতরে দুটি শক্তি থাকে। একটি শক্তি ভালো কাজে উদ্বুদ্ধ করে; অন্যটি খারাপ কাজে। একটি চায় তুমি জিতে যাও; অন্যটি চায় তুমি হেরে যাও৷
[অপ্রকাশিত মোটিভেশনাল বই “তুমিও পারবে স্বপ্নকে ছুঁতে” থেকে নেয়া।]
©_____Gazi Mizanur Rahman
****৩৫তম বিসিএস ক্যাডার ও মোটিভেশনাল স্পিকার