আমি স্টুডেন্টদের সাথে কাজ করতে গিয়ে দেখেছি- যারা গণিতে দুর্বল তাদের অধিকাংশই বেশিরভাগ ক্ষেত্রে প্রথমেই শর্টকাট খুঁজে; ফলে তারা আর গণিতে ভালো করতে পারে না। গণিতে দুর্বলতা সেই আগের মতোই থেকে যায়; আর পরীক্ষার হলে তালগোল পাকিয়ে ফলাফল সেই আগের মতোই আসে রেজাল্ট পাবলিশড হওয়ার পর দেখা যায়।
আরে ভাই, আপনার যদি সব রাস্তা জানা থাকা আপনি নিজেই বেছে নিতে পারবেন কোন রাস্তাটি আপনার জন্য শর্টকাট। কিন্তু আপনি যদি প্রথমেই শর্টকাট রাস্তা খুঁজতে থাকেন, তাহলে অচেনা কোনো দীর্ঘ রাস্তায় ছেড়ে দিলে আপনি আর গন্তব্যে পৌঁছাতে পারবেন না।
“Practice makes a man perfect”- প্রচলিত এই ইংরেজি প্রবাদটি গণিতের বেলায় ১০০% সত্য।
তাই আমি বলব, গণিতে ভালো করার জন্য আগে ‘শর্টকাট’ নয়; বরং ‘বেসিক স্ট্রং’ করুন। এটায় হয়তো আপনার একটু বেশি সময় ও ধৈর্যের প্রয়োজন হবে। কিন্তু এটাই আপনার জন্য ভালো ফল বয়ে আনতে পারে।
একদম বেসিক থেকে গণিত শেখার জন্য ক্লাস ৫-১০ ম্যাথ বইয়ের সমাধানের বিকল্প নেই।
আমি নিজেও তা-ই করেছিলাম। ফাইনালি বাজারের প্রচলিত যে কোনো একটি ম্যাথ গাইডবুক ফলো করলেই চলবে। সবগুলো ঘুরেফিরে একই সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া।
কিন্তু ম্যাথে বেসিক স্ট্রং করার জন্য ক্লাস ৫-১০ এর ম্যাথের বিকল্প নেই। যা আপনাকে প্রিলি ও রিটেনে দারুণভাবে হেল্প করবে।
ধন্যবাদ।
.
©___ Gazi Mizanur Rahman
*** ক্যারিয়ার স্পেশালিস্ট ও ক্যারিয়ার কলামিস্ট