দুঃখ-কষ্ট সফলতার মূলমন্ত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect With Me

দুঃখ-কষ্ট সফলতার মূলমন্ত্র

 “তুমি যদি জীবনে দুঃখ-কষ্ট না পাও, তাহলে তোমার সফল হওয়ার সম্ভাবনা ক্ষীণ। আর যদি তোমার সফলতার পথে দুঃখ-কষ্ট সহ্য করার সক্ষমতা না থাকে, তাহলে তোমার সফলতার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। দুঃখ-কষ্ট মানুষের ভিতের লুকিয়ে থাকা সুপ্ত শক্তিকে প্রজ্জ্বলিত করতে সাহায্য করে। সফল হতে চাইলে জীবনে দুঃখ-কষ্ট আসবেই। আর তুমি এই দুঃখ-কষ্ট সহ্য করে যত বেশি পরিশ্রম করতে পারবে, তত বেশি সফল হতে পারবে। যার দুঃখ-কষ্ট সহ্য করার সক্ষমতা যত বেশি, তার সফল হওয়ার সম্ভাবনাও তত বেশি। আর তুমি যখন দুঃখ-কষ্টের মাঝে ভেঙ্গে পড়বে, তখন তুমি ধরে নিবে- তুমি সফলতা লাভের যোগ্য নয়। মনে রাখবে, দুঃখ-কষ্টের অপরের পিঠেই কিন্তু সফলতা নিহিত।”

©____ Gazi Mizanur Rahman

***লেখক ও মোটিভেশনাল স্পিকার